বাউফলে গ্লোরিয়াস আয়োজনে শিক্ষা বৃত্তি ও সনদ বিতরন

বাউফলে গ্লোরিয়াস আয়োজনে শিক্ষা বৃত্তি ও সনদ বিতরন

সাইফুল ইসলাম, বাউফল(পটুয়াখালী)  প্রতিনিধি:  সামাজিক সংগঠন গ্লোরিয়াসএর আয়োজনে পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সনদ বিতরন করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলার বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সনদ বিতরন করা হয়। অনুষ্ঠানে বীরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালে অনুষ্ঠিত পিএসসি ও জেএসসি পরীক্ষায় ০৮ জন জিপিএ-৫ প্রাপ্তদের আর্থিক বৃত্তি ও সম্মননা ক্রেষ্ট প্রদান সহ ১ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ৩৪ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক শিক্ষাবৃত্তি ও সনদ বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কনকদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজ সেবক মোসাঃ রিজিয়া বেগম।
 অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ঢাকা পঙ্গু হাসপাতালের রেজিষ্টার (ইনচার্জ) ডাঃ বাহাউদ্দিন আল মামুন। ।
উল্লেখ্যম বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এসএসসি পাশকৃত একদল মেধাবী শিক্ষার্থীদের সামাজিক সংগঠন গ্লোরিয়াস ৯৭। বিগত কয়েক বছর যাবৎ সংগঠনের মাধ্যমে বিদ্যলয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের স্কুল পোশাক তৈরি করে দেয়া সহ আর্থিক ভাবে সহযোগীতা করে আসছে। এ ছাড়াও স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান এবং অসহায় লোকজনকে আর্থিক সহায়তা প্রদান করছে গ্লোরিয়াস ৯৭।